হিন্দী ভাষার ইতিহাস কী? এ ভাষা কি সব সময় দেব নগরী বর্ণমালায় লিখা হত?

1 Answers   8.9 K

Answered 1 year ago

কারন একক ভাবে কোন একটি ভাষায় ভারতের মতো বহু ভাষাভাষীর অঞ্চলে যদি কথাবার্তা চালাতে চান তাও কম পরিশ্রমে সেটি হচ্ছে। উত্তর ও পশ্চিম ভারতে আরামসে হিন্দিতে কাজ চলে যায়, অন্যদিকে অন্যান্য ইন্দো আর্য ভাষার লোকেদের জন্যও হিন্দি শেখা খুবই সহজ। একজন বাঙালীর পক্ষে হিন্দি শেখা যতটা সহজ দ্রাবিড়িও ভাষা ততটাই কঠিন। বহুল প্রচলিত বলে অনেকে মনে করেন জাতীয় ভাষা হিন্দী যা আদতে সত্যি নয়। ভারতের কোন জাতীয় ভাষা নেই, প্রয়োজনও নেই। তবে বহুল প্রচলিত ভাষা হিসেবে হিন্দি প্রথম স্থানে সবসময় থাকবে।
Sajidur Rahaman
sajidurrahaman
276 Points

Popular Questions