হিন্দির তুলনায় বাংলাতে আপ/আপনি শব্দের তুলনামূলকভাবে কম কেন?

1 Answers   3.6 K

Answered 2 years ago

হিন্দি ভাষার বিষয়টি আমার জানা নেই। কারণ আমি হিন্দি বলতেও পারি না, বুঝতেও পারি না। তবে বাংলা ভাষায় আপনি শব্দের ব্যবহার মোটেও কম নয়। বাংলা ভাষায় অন্যান্য মধ্যম পুরুষবাচক শব্দের চেয়ে আপনি শব্দের ব্যবহার অনেক বেশি।

বাংলা ভাষায় মধ্যম পুরুষ হিসেবে আপনি শব্দ অনেক বেশি ব্যবহৃত হয়। সাধারণত আমরা বাঙালিরা অপরিচিত কাউকে কিংবা বড়দের সম্মানার্থে আপনি শব্দ ব্যবহার করি। বাংলাদেশের চেয়ে পশ্চিমবঙ্গে আপনি শব্দের ব্যবহার কম বলেই আমার মনে হয়। তাদের মধ্যে সম্ভবত তুমি শব্দের ব্যবহার বেশি।


Sumona Khatun
sumonakhatun
542 Points

Popular Questions