হিন্দি-চিনি ভাই ভাই, কথাটি কতখানি যুক্তিসঙ্গত?

1 Answers   10.9 K

Answered 2 years ago

আমার উত্তরটা অনেকের পছন্দ না হতেই পারে। তবে আমি কিন্তু হিন্দি-চিনির সঙ্গে হিন্দি-জাপানি, চিনি-জাপানি, হিন্দি-আমেরিকানি, চিনি-আমেরিকানি, আমেরিকানি-পাকিস্তানি … পৃথিবীর সব দেশের সঙ্গে বাকি সবগুলি দেশের ভ্রাতৃস্থানীয় সম্পর্কে যুক্তি খুঁজে পাই। সভ্যতা বিকাশের এত বছর বাদেও দেশে-দেশে শত্রুতা আমার ভাল লাগে না। মনে হয়, সবাই যদি অমৃতের পুত্র-কন্যা হয়ে উঠতে পারতাম ! হিংসা, বিদ্বেষ ভুলে যেতাম। তাহলে কতই না ভাল হত!


Shuvan Ahmed
shuvanahmed
515 Points

Popular Questions