হিউয়েন সাঙ কার আমলে ভারতে আসেন?

1 Answers   10.5 K

Answered 1 year ago

চীনা পরিব্রাজক হিউয়েন সাং পুষ্যভূতি রাজ বংশের শ্রেষ্ঠ রাজা হর্ষবর্ধনের শাসনামলে ভারতবর্ষে এসেছিলেন। হিউয়েন সাং শুধু বৌদ্ধ পরিব্রাজক ছিলেন না, ভারতবর্ষ ভ্রমণ করে তিনি একটি নোট লেখেন, যা একটি মূল্যবান ঐতিহাসিক দলিল বটে। ঐতিহাসিক দলিল থেকে থেকে তৎকালীন ভারতের সামাজিক, রাজনৈতিক পরিচয় সম্যকভাবে জানা যায়। শুধু তাই নয়, ঐ সময়ে ভারতীয় শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে জ্ঞান লাভ করা যায়। ধন্যবাদ।
Sathi Khatun
sathikhatun
210 Points

Popular Questions