হায়না কামড় দিলে কী হতে পারে?

1 Answers   5.3 K

Answered 2 years ago

হায়েনা এক ধরনের বন্য মাংশাষী প্রাণী। এশিয়া এবং আফ্রিকা মহাদেশে এদের দেখা যায়। দেখতে ক্যানিডে অর্থাৎ কুকুর পরিবারের সদস্যদের (কুকুর, শেয়াল, নেকড়ে) মত হলেও আসলে হল বেজী, নেউল ইত্যাদি সমন্বিত নকুল পরিবারের (হার্পেস্টিডে) নিকটতর।

হায়না মানুষের জন্য়ে বিপজ্জনক হতে পারে।এরা অত্যন্ত বুদ্ধিমান, সামাজিক প্রাণী যারা সাধারণত বেয়াদবি হিসাবে পরিচিত, যদিও সত্যই তারা শক্তিশালী শিকারী।একটি কামড় দিয়ে হায়েনা 190 পাউন্ডের মতো হাড় পিষ্ট করতে সক্ষম। তাদের বুদ্ধি এবং শিকারের সমন্বয় করার ক্ষমতা লোকেদের বোঝার চেয়ে অনেক বেশি সময় শিকারকে হত্যা করতে সক্ষম করে।


Ripon Ahmed
Ripon Ahmed
593 Points

Popular Questions