হার্ভার্ড আর এমআইটি দুটোই অত্যন্ত ব্যয়বহুল বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও, কেন সবাই এই দুটিতে পড়তে চান?

1 Answers   9.8 K

Answered 2 years ago

মাসরুফ ভাই উত্তর দিয়ে গেছেন। আমি একটু যোগ করছি।

শুধু হার্ভাড, এমআইটি না অক্সফোর্ড, ক্যামব্রিজ, স্ট্যানফোর্ড এসবও অত্যন্ত ব্যায়বহুল।

কিন্তু তবুও সেখানে মানুষ পড়ে তার কারন কোয়ালিটি ডাজ ম্যাটার।

সেখানকার ল্যাব ফ্যাসিলিটি, ফ্যাকাল্টি থেকে সুবিধা পাবেন তা আর কোথাও পাবেন না। সে সকল বিজ্ঞানীদের আন্ডারে কাজ করতে পারবেন যারা বর্তমান বিশ্বের সফলদের মাঝে রয়েছে। সবচেয়ে বড় কথা মুক্তচিন্তার স্বাধীনতা পাবেন। পুরো পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সাথে পড়ে চিন্তার বিভিন্ন দিক উন্মোচনেের সুযোগ পাবেন।


Rakib Afsar
rakibafsar09
379 Points

Popular Questions