হার্নিয়া কি মেয়েদেরও হয় নাকি ছেলেদেরই হয়? এটা কি অণ্ডকোষজনিত সমস্যা?

1 Answers   7.7 K

Answered 2 years ago

এই অসুবিধা টি ছেলে ও মেয়ে দুজনেরই হয়ে থাকে। মহিলা দের যদি সিজা করে বাচ্চা হলে এটা হওয়ার বেশি সুযোগ থাকে কারণ পেটের যে চামড়ার লয়ের গুলি আছে সেটি যেহেতু কাটা হয় তাই জোড়া লাগলেও দুর্বল হয়ে পড়ে। যেমন একটা গোটা কাপড় আর জর লাগানো কাপড় স্ট্রেংথ এর তফাৎ তো হবেই। আমাদের পাকস্থলীতে যখন খাদ্য যায় তখন ঐ দুর্বল জায়গাটি তে চাপ পরে ,তাতে ব্যাথা হয়,ও জায়গাটি ফুলে ওঠে। । জায়গা টির রং ও বদলে যায়। কখনো কখনো ওই ফেঁসে যাওয়া জায়গার ভিতর ভিতরের সাপোর্টিং membrane ঢুকে পরে তখনই প্রচণ্ড ব্যাথা হয়।। পুরুষের অন্ডকোষে এর থলি তে ও হয়ে থাকে। হার্নিয়া মানুষের হার্ট এ, চোখে ও হয়ে থাকে। এগুলি ডাক্তার রা তাদের মেডিক্যাল টার্মিনোলোজি দিয়ে ব্যাখ্যা ভালো পারবেন।

এটা হচ্ছে আমাদের শরীরের যে চামড়ার পরত ( layer) আছে সেটি ফেঁসে যাওয়ার মত। যেমন কাপড় এ বেশি চাপ বা load পরলে ফেঁসে যায় সেই রকম । পেটের হার্নিয়া হলে ডাক্তার রা ওখানটা কেটে ওই ফেসে জাওয়া অংশ ত কেটে ফেলে দেয় এবং সেখানে একটি নেট লাগিয়ে জায়গাটা তাপি মেরে দেয়। হাতুরি মার্কা ভাষাতে মোটামুটি বোঝাবার চেষ্টা করলাম । হার্নিয়া হয়েছে কিনা সেটা ডাক্তার রায় বলতে পারবেন।এর থেকে বিশদ জানতে হলে ডাক্তারের পরামর্শ নিতে অনুরোধ করবো।

Tuhin Ahmed
tuhinahemd
172 Points

Popular Questions