Answered 2 years ago
হার্ডডিস্ক হচ্ছে পাতলা গােলাকার ধাতব পাতের সমন্বয়ে গঠিত সহায়ক মেমােরি। ধাতব পাতের উভয়পৃষ্ঠে চুম্বকীয় পদার্থের প্রলেপ থাকে। এজন্য এ ডিস্ককে চুম্বকীয় ডিস্ক (Magnetic Disk) ও বলা হয়। ডিস্কের গােলাকার ধাতব পাতগুলাে দেখতে গ্রামােফোন রেকর্ডের মতো। গোলাকার ধাতব পাতগুলাে একটির উপরে একটি স্তরে বসানাে থাকে। পাতগুলাের পৃষ্ঠে অনেকগুলাে এককেন্দ্রিক বৃত্তে ডেটা সংরক্ষণ করা হয়। এসব বৃত্তকে ট্রাক (Track) বলা হয়। প্রতিটি বৃত্তকে কয়েকটি সমান ভাগে ভাগ করা হয়। এরূপ এক একটি ভাগকে সেক্টর (Sector) বলা হয়। প্রতিটি সেক্টরের ধারণক্ষমতা 512 বাইট। পাতগুলাের মাঝখানে আধাইঞ্চির মতাে ফাঁকা স্থান থাকে। এই ফাঁকা জায়গায় একটি দন্ড (Shaft) থাকে। এই দন্ডের সাহায্যে পাতগুলাে একটির উপর আর একটি বসানাে থাকে এবং সেই দন্ডের সাহায্যে কাজের সময় পাতগুলাে প্রতি মিনিটে ৭২০০ বা আরও বেশি বার আবর্তিত হয়। হার্ডডিস্কের ধারণক্ষমতা নির্ণয় করা হয় সাধারণত গিগাবাইট, টেরাবাইট ইত্যাদি এককে। সাধারণত বাজারে 20GB থেকে 500GB ধারণক্ষমতাসম্পন্ন হার্ডডিস্ক প্রচলিত আছে। 8TB ধারণ ক্ষমতাসম্পন্ন হার্ডডিস্ক এখন বাজারে পাওয়া যায়। Seagate, Toshiba বিশ্বের শীর্ষস্থানীয় হার্ডডিস্ক ড্রাইভ নির্মাতা প্রতিষ্ঠান।
হার্ডডিস্ক পার্সোনাল কম্পিউটারের জনপ্রিয় ও বেশি ব্যবহৃত স্টোরেজ ডিভাইস। হার্ডডিস্কে রাখা তথ্যসমূহ সহজে নষ্ট হয় না। এজন্য প্রয়ােজনীয় সকল প্যাকেজ এবং গুরুত্বপূর্ণ তথ্যসমূহ হার্ডডিস্কে রাখা হয়। হার্ডডিস্ক নষ্ট হওয়া বা মােছনীয় কোন কমান্ড ছাড়া এখানকার তথ্যসমূহ নষ্ট হয় না। তবে ভাইরাসের আক্রমণে তথ্য নষ্ট হয়ে যেতে পারে। তাই ভাইরাস থেকে সতর্ক থাকলে হার্ডডিস্কের তথ্য হারাবার ভয় থাকে না। হার্ডডিস্ক অধিক ধারণক্ষম বিধায় এখানে অনেক তথ্য সংরক্ষণ করা যায়। হার্ডডিস্ক ব্যবহারের জন্যে আলাদা ড্রাইভের প্রয়ােজন হয় না। ডিস্ক এবং ড্রাইভ একসাথেই সংযােজিত থাকে। এক্ষেত্রে একাধিক ডিস্ক একসঙ্গে পর পর রেখে লিখন ও পঠনের কার্যাবলি সম্পাদন করা হয়। কেসিং-এর মধ্যে কয়েকটি স্কু দ্বারা এটি স্থাপন করা হয় বিধায় ফ্লপিডিস্কের ন্যায় একে সহজে এক স্থান থেকে অন্য সরানো যায় না। ফ্লপিডিস্কের তুলনায় হার্ডডিস্ক অনেক দ্রুতগতিতে কাজ করে। হার্ডডিস্কের ধারণক্ষমতা নির্ণয় করা হয় মেগাবাইট, গিগাবাইট ইত্যাদি এককে।
হার্ডডিস্ক ড্রাইভ এর প্রকারভেদ
কম্পিউটারের হার্ডডিস্ককে প্রধানত চার ভাগে ভাগ করা যায়। এগুলাে হলাে:
১. আইডিই বা পাটা (IDE/PATA) হার্ড ডিস্ক ড্রাইভ
২. সাটা (SATA) হার্ড ডিস্ক ড্রাইভ
৩. স্ক্যাজি (SCSI) হার্ড ডিস্ক ড্রাইভ
৪. সাস (SAS) হার্ড ডিস্ক ড্রাইভ
mahbubalom publisher