হাভার্ডে ভর্তি হতে হলে কী কী যোগ্যতা লাগে?

1 Answers   9.6 K

Answered 2 years ago

এমন একটা প্রশ্ন করার জন্য প্রশ্নকর্তাকে অসংখ্য ধন্যবাদ।


এটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে কি কি কোয়ালিটি থাকতে হবে।


তবে সাধারণত নিচের যোগ্যতা গুলো থাকতে হবে।


১) IELTS স্কোর ৭.৫ + থাকাটা খুব জরুরী। এবং কোনো সেগমেন্টেই ৬.৫ এর কম না পাওয়া। আপনি যে দেশে যে ভাষায় পড়াশোনা করতে যাবেন সেখানকার ভাষা ভালোমত জানাটা খুব গুরত্বপূর্ন নয় কি??


২) GRE-তে ভালো স্কোর থাকা। GRE স্কোর যত ভালো হবে চান্স ততো বেশি।


৩) একাডেমিক রেজাল্ট খুব ভালো হতে হবে৷ এট লিস্ট ৮০% মার্ক থাকা চাই আন্ডারগ্রেড এডমিশনের জন্য।


৪) সোসাল, কো-ক্যারিকুলাম এক্টিভিটি (যেমনঃ ডিবেট, স্পোর্টস, জন কল্যান মূলক কর্মকান্ড) এসবে সার্টিফিকেট খুব হেল্পফুল।


৫) তিন নম্বর পয়েন্টে অলিম্পিয়াডের কথা বলতে পারতাম বাট আলাদা করে বলার কারন হলো এটার গুরুত্ব অনেক বেশি। এটা আপনাকে হাভার্ডে পড়ার রাস্তায় বহুগুণ এগিয়ে দিবে। ইভেন আপনার স্কলারশিপ পাওয়াটাও অনেক সময় নিশ্চিত হয়ে যাবে।


৬) আন্ডারগ্রেডে স্কলারশিপ পাওয়া একটু কঠিন, মাস্টার্সে তার চেয়ে কম কঠিন, এবং পিএইচডি এর ক্ষেত্রে স্কলারশিপ পাওয়া তুলনামূলক ভাবে সহজ। তাই সেল্ফ-ফান্ডিংয়ে পড়াশোনার প্রস্তুতি নিয়ে রাখা৷


Ripon Mollah
riponmollah
502 Points

Popular Questions