Answered 2 years ago
যেকোনো টেলিস্কোপ থেকেই ছবি প্রসেস হয়ে বিজ্ঞানীদের কাছে পৌঁছায় না। তাঁদের কাছে কেবল কিছু raw data পৌঁছায় যা বলতে গেলে সংখ্যার matrix. এই raw তথ্য প্রসেস করেই রঙিন ছবিতে রূপ দেয়া হয় সেগুলোকে। এছাড়া একেক টেলিস্কোপের দেখার ক্ষমতা একেক। হাবল টেলিস্কোপ দৃশ্যমান আলো ছাড়াও অতিবেগুনী ও অবলোহিত আলোর কিছু অংশ দেখতে পেত যা মানুষ পারে না। মানুষকে ওই আলো দেখানোর জন্য ছবিকে সেভাবে রঙিন করতে হয়। মানে ধরুন একটা ছবিতে একজন নেভি ব্লু রঙের জামা পরে আছে, কিন্তু আপনি নেভি ব্লু রঙ দেখতে পান না চোখে, কালার ব্লাইন্ড। তখন কেউ ফটোশপ দিয়ে নেভি ব্লু রঙটা পরিবর্তন করে এর কাছাকাছি যে রং আপনি দেখতে পান সেটা দিয়ে রিপ্লেস করে দিলো। ব্যাপারটা অনেকটা তেমন।
sopnilsopno publisher