Answered 1 year ago
হাতির দাঁত এর বহুল ব্যবহার, কেউ বা অলংকার বানতে ব্যবহার করে, কেউ বা চিরুনী বানাতে৷ এই হাতির দাঁত এর চিরুনী বা অলংকার খুব জনপ্রিয় বটে৷
কিন্তু আপনি জানেন কি এই একটি সামান্য চিরুনী বা অলংকার এর জন্য একটি হাতিকে আমরা মৃত্যুর মুখে ঠেলে দিই।
বেশিরভাগ ক্ষেত্রেই একটি হাতির দাঁত তুলে ফেললে যদি হাতিটি পুরুষ হাতি হয় তাহলে মারা যায়। মহিলা হাতিরাও অনেক ইনফেকশন এ ভুগে।
বেঁচে থাকলেও হাতিটি দাঁত ছাড়া নিরাপত্তাহীনতায় থাকে৷ এবং তার স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হয়।
আর যখন এভাবে বার বার হাতিদের দাঁত তুলে ফেলা হয়। মানে একটি নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানের হাতিদের দাঁত রীতিমতো কর্তন করতে থাকলে এক বিশাল জেনেটিক্যালি পরিবর্তন আসতে পারে৷ মানে এমন হতে পারে যে হাতি আর পরবর্তী প্রজন্মে দাঁত নিয়ে জন্মাবে না।
তাই এরজন্য সবাইকে সচেতন হওয়া উচিত।
Saker publisher