হলিউডের কোন বিখ্যাত অভিনেতা আয়ের তুলনায় অত্যন্ত সাধারণ জীবনযাপন করে?

1 Answers   11.4 K

Answered 2 years ago

নিচের ছবির দিকে একবার তাকান Keanu Reeves একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের পাশে বসে আছেন। একটি সাধারণ খাবার খাচ্ছেন (sandwich).

Keanu Reeves-র সমস্ত সম্পত্তির পরিমান ৩৬০ মিলিয়ন মার্কিন ডলার [১মিলিয়ন মার্কিন ডলার = ১০ লাখ মার্কিন ডলার = ৭ কোটি ইন্ডিয়ান রুপি ]। তিনি ইচ্ছে করলেই বাকি অভিনেতাদের মতো এগুলি অনায়াসে কিনতে পারবেন। 

কিন্তু তার পরিবর্তে তিনি তার টাকাগুলি বিভিন্ন বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রমে দান করার জন্য ঘোষণা করেছেন।

তিনি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থার মাধ্যমে যাতায়াত করেন।

একজন সাধারণ মানুষকে কিভাবে সম্মান করেন, তা আমাদের Keanu Reeves-র থেকে শেখা উচিত।

এই কারণে আমি Keanu Reeves-কে অত্যন্ত সম্মান করি, তিনি মধ্য বয়সী, পরিশ্রমী মানুষ, তাঁর ৩৬০ মিলিয়ন ডলারের নিট মূল্য নির্বিশেষে সমাজ উন্নয়নের কাজে নিযুক্ত যা দুঃখী মানুষের নিকট উৎসর্গীকৃত।

Keanu Reeves-র কিছু সুপারহিট সিনেমা The Matrix, Siberia, John Wick Series, etc.

Rion Ahmed
rionahmed
222 Points

Popular Questions