হযরত আদম আঃ-এর আগে পৃথিবীতে কি কোনো মানুষ ছিল? বিজ্ঞান কেন বলে ৪ মিলিয়ন বছর আগেও মানুষের অস্তিত্ব ছিল?

1 Answers   6.7 K

Answered 2 years ago

বিজ্ঞান হল এমন কিছু যা পরিবেশ থেকে প্রাপ্ত এবং বার বার প্রমান করা যায়। তাই বিজ্ঞান কখনো ভুল হতে পারে না। ভুল করে সাধারনত খেয়ে দেয়ে বাড়তি কোন চিন্তা নেই কিছুমানুষ।

যাই হোক কিছু উদ্দেশ্যহীন মানূষ নিজেকে বিশেষ জ্ঞানি দাবি করে আর বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দেয়। তাদের এই তথ্য বারবার নির্লজ্জের মত পরিবর্তন হয়। এদেরকে প্রভু হিসেবে ভালবাসে একদল লোক।

এদের সমস্ত আলোচনা, গবেষনা প্রকৃতি নির্ভর। প্রকৃতির সব কিছুর পিছনেই কারন জোড়ে দেয়া আছে। কোন কিছুই কারন ছাড়া পাবেন না। সব কিছুতেই কারন আছে এটাকে বলে laws of Causality ।

বার বার তাকিয়ে দেখেন পাবেন না, (quran. com/67/4)।

কারন তুলার প্রসঙ্গের আগে বলেছেন, কেউ একজন নিখুত পরিক্ষা নিচ্ছে, কে কাজে শ্রেষ্ট তা দেখার জন্য। আর সেই পরিক্ষার শুরু আর শেষের কথাও বলা হয়েছে। তবে কে করছে তাঁর নাম না নিয়ে যিনি বলে ইশারা করা হয়েছে। আসলেই তাঁর কোন নাম নেই আমরা ডাকি বিভিন্ন ভাবে। আল হল the। ইলাহ হল উপাসক, মানে যে পুজা বা উপাসনা পাওয়ার যোগ্য। আরবিতে সবাই আল+ইলাহ=আল্লাহ ডাকি।

এখন কথা হল বিজ্ঞান কি করে জানে ৪ বিলিয়ন বছর আগে মানুষের অস্তিত্ব ছিল না? এরা কি কেউ ৪০ লক্ষ্য বছর আগে গিয়ে দেখে এসেছে? এভাবেই সামান্য ১ লিটার পেট্রোল নিয়ে বাংলাদেশ ঘোরে দেখে আসার জন্য তর্ক করে। আরে ভাই জানি তোমার পেট্রোল দিয়ে মটর সাইকেল স্টার্ট নিবে তাই বলে পুরো বাংলাদেশ দেখতে পারবা না।

যিনি সবসময় সত্য বলে তাঁর মুখ থেকে অজানা একটা কথা আমরা যেভাবে নিশ্চিন্তে বিশ্বাস করি সেভাবেই কোরানের কথা বিশ্বাস করি। আমি কোন দিন কোরান থেকে মিথ্যা তথ্য পাইনি। তাই এ বিষয়ে পৃথিবীর সমস্ত মানুষেই কিছু বলতে পারবে না। শুধু কোরানই বলেছে, শোনোন।

এই পৃথবী নামক গ্রহটা মানুষ সৃষ্টির আগেও ছিল। এজন্যই আল্লাহ ফেরেস্তাদেরকে সেই গ্রহের নাম বলতেই তারা বুঝে গেল। (quran. com/2/30) আর একই আয়াত থেকেই বুঝা যায় ফেরেস্তারা এরকম জীব সম্পর্কে আগের অভিজ্ঞতা আছে। হতে পারে তারা জীন বা অন্য গ্রহের প্রাণী । অন্য গ্রহে মানুষের মত প্রানী আছে তবে তা কি মানুষের আগে বানানো নাকি পরে সে ব্যাপারে জানানো হয় নি। (quran. com/65/12)।

তবে যাই হোক পৃথিবীটা মানুষের জন্য আগে উপযোগি ছিল না, (quran. com/7/56)। হতে পারে পৃথিবীতে ছিল বিরাট আকার দৈত্য, ডাইনোসর। এগুলো জানার দরকার থাকলে পরিক্ষক অবশ্যই জানাতেন, তাই এগুলোর পিছনে পরিক্ষার্থীর সময় নষ্ট না করাই ব্যটার।


Omar
Omar
337 Points

Popular Questions