Answered 2 years ago
কোন কারণে মানুষ কষ্ট পেলে মন খারাপ হয়, এবং মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আপনি বলছেন কোন কারণ ছাড়াই আপনার মন খারাপ হয়ে , কোন কারণ ছাড়া মন খারাপ হওয়াকে বিষণ্ণতা বলে । তার মানে আপনি বিষণ্ণতায় ভুগছেন। বিষণ্ণতা একটি মানসিক রোগ। এখন আপনি মানসিক ডাক্তার দেখাতে পারেন। আর আপনি রাতে ( তাহাজ্জুদের সময় ) অথবা অন্য কোন সময় জোরে জোরে সুন্দর করে কুরআন তেলাওয়াত করবেন দেখবেন আপনার ভালো লেগেছে/মনে শান্তি লাগছে। এবং সদকা করলে আল্লাহ বিপদ আপদ দূর করে দেয় সদকা করেন ভাইয়া। এবং ভালো থাকবেন।
jhuntumia publisher