Answered 2 years ago
আল-হামদুলিল্লাহ
হজে শয়তানকে পাথর মারা হয় না আর সেখানে শয়তানও থাকে না। পাথর মারার স্থানকে জামরাহ বলা হয়। হাদীসে এই পাথর মারার কারণ সম্পর্কে বর্ণিত আছে যে, এটি হচ্ছে আল্লাহর যিকর প্রতিষ্ঠা করার লক্ষ্যে। এই পাথর মারার শুরুতে ((বিসমিল্লাহ আল্লাহু আকবার)) বলতে হয়। আর নির্দিষ্ট পরিমাণের পাথর মারতে হয়। সেখানে যারা পাথরের পরিবর্তে জুতা মারে কিংবা দাঁড়ানো পিলারটিকে শয়তান মনে করে কিংবা বড় বড় পাথর মারে তারা প্রকৃতপক্ষে শয়তানের আনুগত্য করে শয়তানের উম্মত হয়ে যায়। তারা পাপী। এসব কর্ম থেকে দূরে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লোমের আনুগত্য করার মানে মুসলিম।
আল্লাহ ভালো জানেন।
thenh publisher