স্যামসাং মোবাইল ফোন এতো বেশি হ্যাং করে কেন? এর কি কোনো সমাধান আছে?

1 Answers   13.5 K

Answered 2 years ago

স্যামসাং কম দামের মোবাইল গুলা একটু সমস্যা বেশি করে। ওদের একই মডেল এর কিছু মোবাইল খুব ভাল থাকে আবার কিছু মোবাইল এ সমস্যা দেখা দেয়। আমার স্যামসাং M21 এক বছর এর বেশি হবে এখনও আমি কোন সমস্যা ফেইস করি নাই। অফিসের কাজ, হালকা ভিডিও এডিটিং ও করি এইটা দিয়ে খুবই ভাল সার্ভিস দিচ্ছে।

কিন্তু আমার পরে আমার এক বন্ধু কিনেছে অন্য মডেল এর সেটা এখন ই হ্যাং করে, স্লো হয়ে যায়। তবে মোবাইল অ্যাপ ইন্সটল এবং চার্জ এর ক্ষেত্রে একটু সচেতন হলে মোবাইল ভাল থাকে। আর প্রতিদিন ডিভাইস ক্লিন করলে মোবাইল ভাল থাকে।

আমি নিজে ব্যাক্তিগত ভাবে এই সব বিষয়ে খুব সচেতন থাকি। আমার মতমত দিলাম।

Nayeem Khan
Nayeem Khan
558 Points

Popular Questions