স্বামী হিসেবে ডাক্তার কেমন হয়?

1 Answers   9.4 K

Answered 2 years ago

এরা আসলে ভীষণ ব্যস্ত মানুষ হন। রোগী নিয়ে এত বেশি ব্যস্ত থাকেন এরা যে পরিবারকে এরা সময় দিতে পারেন না। নিজের স্ত্রীর সঙ্গে যে একটু ইনিয়ে বিনিয়ে প্রেম আলাপ করবেন তারও সুযোগ পান না। শপিংয়ে বা মার্কেটিংয়ে নিজের স্ত্রীকে নিজে একটু বেরোবেন সে উপায় নেই। সেখানেও তো কাস্টমাররাই তার পেশেন্ট সেজে বসে থাকেন। ডাক্তারকে বিয়ে করা মানে আপনি স্ত্রী হিসেবে ভেবে নিতে পারেন আপনার স্বামীকে সমাজের স্বামী বানিয়ে দিলেন ।

Mohon Ali
Mohon Ali
661 Points

Popular Questions