স্বামী তার স্ত্রীকে ভরনপোষণ দিতে ব্যর্থ হলে, চাকরি করতে দিতে না চাইলে, রাগ হলেই গায়ে হাত দিলে, আর যদি বলে থাকলে থাক না পোষালে চলে যাও, বউ-এর মা আসতে মানা, সন্তান থাকলে এমতাবস্থায় কী করা উচিৎ?

1 Answers   12.7 K

Answered 2 years ago

অল্পে তুষ্টি অর্জন করুন। কাজ করার দরকার নেই। যা আনে তাই ভাগাভাগি করে খান। রিজিকের মালিক আল্লাহ্ তাঁর দরবারে বিনয়ের সহিত দোয়া করুন। স্বামীর সাধ্যের বাইরে কিছু চাইবেননা। মায়ের ছেয়ে শ্বাশুরিকে বেশি সন্মান করতে শিখুন। তাহলে গায়ে হাত তোলার প্রশ্নই আসেনা। নিজের পছন্দের চাইতে স্বামীর পছন্দকে অগ্রাধিকার দিন।

মনে রাখবেন স্বামীকে চাকর মনে করলে আপনি হবেন চাকরাণী আর স্বামীকে রাজা মনে করলে আপনি হবেন রাণী ।

এক হাতে তালি বাজেনা নিজে ঠিক থাকলে সবই ঠিক। রাগ আসলে বসে পড়ুন। স্বামী যখন বসে পড়বে তাকে তোলার চেষ্টা করবেননা। এতেই উভয়ের রাগ কমে যাবে।তাও না হলে শুয়ে পড়ুন। মুখ যত পারেন বন্ধ রাখুন।

Kanij Bonne
kanijbonne
539 Points

Popular Questions