Answered 2 years ago
স্বামী আর স্ত্রী তো একই ঘরে থাকে। একই সাথে জীবনযাপন করে। প্রতিদিন তাদের দেখা হয়। কথা হয়। একই সাথে খাওয়া দাওয়া হয়। শোয়া হয়। তাই গুরুকে আগে প্রনাম করতে হবে। আসলে প্রনামটা আসে বুকের গভীর থেকে। শ্রদ্ধা থেকে, ভালোবাসা থেকে। গুরু বলে কথা নয়, সমস্ত ভালো মানুষকে এবং হোক সে পরিচিত বা অপরিচিত তাকে প্রনাম করতে কার্পন্য করা উচিৎ নয়।
chayan524 publisher