খুবই স্বাভাবিক। কারণ আপনি আপনার স্বামীকে ভালোবাসেন, আর আপনি পজেসিভ হওয়ার দরুন আপনার তাকে বিরক্ত লাগে। আর তাছাড়া আমার মনে হয় আপনার কোনো প্রাক্তন নেই। যাইহোক, ওসব অতীতের পাতা খুলে এখন বর্তমান নষ্ট করবেন না। ওসব নিয়ে একবিন্দুও ভাববেন না। আপনার স্বামী এখন সে, আর তার উপর শুধুমাত্র আপনারই অধিকার। তাই মন খুলে ভালোবাসুন আর একসাথে সুখে থাকুন। ধন্যবাদ।
ranikhatun09 publisher