Answered 2 years ago
এভাবে কখনো সঠিক উত্তর পাবেন না গুগল ও অন্যান্য সার্চ ইঞ্জিন ব্যবহার করে। কারণ অধিকাংশ লেখা হয় কপি পেস্ট করে যাচাই-বাছাই না করে। আবার অনেক বই, পত্রিকা রাজনৈতিক কারণে নিষিদ্ধ করা হয়েছে, যা অবশ্য ভারতে এখনো পাওয়া যায়।
আমার পরিবারের মানুষ সাংবাদিকতা, ডাক্তার, শিক্ষক, প্রশাসন, টেকনোলজি, সংগীতশিল্পী ও বিভিন্ন পেশার এর সাথে জড়িত।
তাই আমার জানামতে স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম দৈনিক পত্রিকা হচ্ছে দৈনিক বাংলা। যা অনেকের অজানা।
এরপর ইত্তেফাক, সংবাদ, অবজারভার, আজাদী।
যাত্রা কবে শুরু হয়েছে বের করুন আপনি নিজেই একটি ঘাটাঘাটি করে।
অনেকে প্রশ্ন করেন, আমি এতো সংক্ষেপে উওর দেই কেন?
উওর হচ্ছে, এসব জানিয়ে আমার লাভ নেই। প্রথমে আগ্রহ ছিলো কিন্তু কোরা বাংলা কমিউনিটি কেমন যেমন ব্যবসায়ীক নীতিতে চলছে। অনেকে কোরা থেকে আয় করছেন! হ্যাঁ, সত্যিই আয় করছেন। যার জন্য লেখার আগ্রহ হারিয়ে যাচ্ছে, তাই পাঠক হিসেবে আছি। ভালো জিনিস গুলো পড়ছি। হয়তো ফেইসবুকের মতো কোরা থেকেও একদিন বিদায় নিবো যদি কোরা বাংলা সঠিক সময়ে সঠিক ব্যবস্থা না নেন। মেধাশক্তি নাশ করে লাভ নেই।
প্রশ্নকর্তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা।
Harun Khan publisher