স্বল্প পুঁজিতে ভাল কোন ব্যবসা আছে, যাতে মোটামুটি ভালোই লাভবান হব?

1 Answers   12.3 K

Answered 2 years ago

বর্তমানে, আপনি যদি নিজের লাভজনক ব্যবসা শুরু করতে চান, তাহলে কাগজের গ্লাস তৈরির ব্যবসা আপনার জন্য একটি যুগ উপোযোগী সিদ্ধান্ত হবে। কাগজের কাপ বা চশমা তৈরি করা পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্য-বান্ধব এজন্য লোকসমাজে এর প্রচলন দিন দিন বেড়েই চলেছে । কাগজের গ্লাস ধ্বংস করা যায় বা রিসাইকল করে অন্য পণ্য তৈরী করা যায়। কিন্ত প্লাস্টিকের বা কাচের কাপ ধ্বংস করা যায় না।

যা পরিবেশ এবং স্বাস্থ্যের জন্যও অত্যান্ত ক্ষতিকর। দ্রুত পরিবর্তনশীল জনজীবনের লাইফ স্টাইলের সাথে সাথে চা, কফির দোকান, হোটেল, সুপার মার্কেট, শিক্ষা প্রতিষ্ঠান, খাবারের ক্যান্টিনের পাশাপাশি বিয়ের পার্টিতেও কাগজের গ্লাসের ব্যবহার দ্রুত বেড়ে চলেছে । বর্তমান চাহিদা অনুযায়ী কাগজের কাপ,প্লেট বা বক্সের সরবরাহের ঘাটতি রয়েছে। সুতরাং আপনি চাইলে খুব সহজে এ মার্কেটে আপনার ইউনিক পন্য নিয়ে ব্যবসা শুরু করতে পারেন।


Niloy Rana
niloyrana
460 Points

Popular Questions