স্প্যানিশ ভাষা শিখলে কেমন হয়?

1 Answers   12.3 K

Answered 1 year ago

স্প্যানিশ ভাষা শেখার ইচ্ছার পিছনে আপনার মোটিভ কি? আপনি কি স্প্যানিশ ভাষাভাষী কোনো দেশে যেতে চাচ্ছেন? নাকি আপনার গার্লফ্রেন্ড/ওয়াইফ একজন স্প্যানিশ? আমি বাংলাদেশে থাকতে জার্মান ভাষা শিখেছি কারণ আমার উচ্চশিক্ষার জন্য জার্মানিতে আসার প্ল্যান ছিল। যেকোনো ভাষা শিখতে গেলে সেটার পিছনে আপনার সময় এবং অর্থ বিনিয়োগ করতে হবে। আপনার সেই বিনিয়োগের যদি কোনো রিটার্ন পাওয়ার সম্ভাবনা না থাকে কিংবা আপনি কিরকম রিটার্ন পাবেন সেটা নিয়ে আপনার যদি কোনো প্রকার ধারণা না থাকে তাহলে আপনি সেই বিনিয়োগটা কেনো করবেন? তাছাড়া ভাষা শুধু মাত্র কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের মানুষের সাথে নিজের ভাব প্রকাশ করার একটা মাধ্যম ছাড়া আর কিছুই নয়।

আপনি কেনো স্প্যানিশ শিখতে চাচ্ছেন সেটা নিয়ে আপনার যদি কোনো পরিষ্কার ধারণা না থাকে তাহলে স্প্যানিশ শেখার পরিবর্তে আপনার সময় এবং অর্থ অন্য যেকোনো একটি দক্ষতা অর্জনের জন্য ব্যয় করুন, যেমন: প্রোগ্রামিং, ডেটা সাইন্স, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ইত্যাদি। সেক্ষেত্রে আপনি আপনার সময় এবং অর্থের বিনিয়োগের বিনিময় তুলনামূলকভাবে নিম্ন ঝুঁকি বহন করে অনেক ভালো রিটার্ন পাবেন।

Rasel Hasan
rasel5265
184 Points

Popular Questions