স্পোকেন ইংলিশ শেখার জন্য কি ইংরেজি ব্যাকরণ না শিখলে হবে?
8
0
1 Answers
4.1 K
0
Answered
2 years ago
হ্যা হবে। আমরা যেভাবে বাংলা শিখেছি, সেভাবে শিখব ইংরেজি। আমরা ছোটবেলায় যখন ভুল ভাল বলি, ভুল উচ্চারণ করি তখন আমাদের বাবা মা বা আমাদের চারপাশের কেউ একজন শুধরে দেন। স্পোকেন ইংলিশ শেখার জন্যও ব্যাকরণ শেখার কোন দরকার নেই, কিন্তু আপনাকে ভুল শুধরে দেবে কে।
abujahid publisher