Answered 2 years ago
বিভিন্ন ভাবে আপনি স্পোকেন ইংলিশে দক্ষ হতে পারবেন।
এক. আমরা বাংগালীরা অনেকেই যখন কথা বলতে চাই ইংলিশে তখন ভয় পাই যে পাশের কেউ যদি শোনে এবং আপনি ভুল ইংরেজি বললে তারা হাসাহাসি করবে,এখান থেকে বের না হতে পারলে জিবনেও ভালোভাবে স্পোকেন এ ভালো করতে পারবেন না। তাই আপাতত যতটুকু জানেন তা দিয়েই প্রাক্টিস করেন,ভুল হলে হোক,মনের ও মুখের জড়তা দূর করতে হবে।
দুই. আপনাকে যতটা সম্ভব বেশি ভোকাবুলারি শিখতে হবে। আপনি দেখবেন যখন কথা বলেন তখন কোন ওয়ার্ড এর ভোকাবুলারি না জানার জন্য কথা এগুতে পারেন না। তাই কমপক্ষে প্রতিদিন ৫টি নতুন শব্দ শিখুন,মাসে দেখবেন ১৫০ নতুন শব্দ শিখে ফেলেছেন। সেগুলো কিন্তু প্রয়োগ করতে হবে না হলে ভুলে যাবেন।
তিন. সম্ভব হলে ইংরেজি মুভি গুলো দেখবেন,অনেক কিছু শিখতে পারবেন।
চার. উদ্যেগ নিন একমাস টানা বাসা কিংবা বাইরে বাংলায় কথা বলবেন না,ইংরেজিতে বলবেন,কোন শব্দ না জানলে গুগল করে জেনে নিবেন।
পাঁচ. কথা বলার সময় ছোট ছোট ভাবে আপনার কথা বলবেন,Sentence বড় করবেন না আর গ্রামার নিয়ে ভয় পাবেন না। আমেরিকানরা যখন কথা বলে খেয়াল করে দেখবেন আপনি বাংলায় কথা বলার সময় যেমন গ্রামারের তোয়াক্কা করেন না তেমনি তাঁরাও, তাই গ্রামার নিয়ে কথা বলার সময় ভয় পাবেন না। তবে বেসিক কিছু Helping Verb জানতে হবে,am,is,are,was,were,have, has,had,shall,will আর Modal verb গুলো জানলে সেগুলো ব্যবহার করে আশা করা যায় স্পোকেন ইংলিশে দক্ষ হতে পারবেন।
আশা করি লিখাটি আপনার ভালো লেগেছে।
triptykhan publisher