স্ন্যাপড্রাগন, কিরিন নাকি এক্সিনস - কোন কোম্পানির মোবাইল প্রসেসর সবচেয়ে ভালো এবং কেন?

1 Answers   13.1 K

Answered 2 years ago

এদের মধ্যে (Snapdragon)স্ন্যাপড্রাগন হল সব থেকে বেস্ট প্রসেসর।অন্য প্রসেসর এর তুলনায় স্ন্যাপড্রাগন বেশি দিন চলে আর তার সাথে স্পীড ও কার্যকারিতা খুব ই ভাল। অন্য প্রসেসর গুলি তুলনা মূলক ভাবে দুর্বল।১টা সার্ভে করে দেখা গেছে স্ন্যাপড্রাগন বাদ এ অন্য প্রসেসর এর মোবাইল গুলি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায।তাই মোবাইল কেনার আগে প্রসেসর টা ভালো ভাবে দেখে নিন স্ন্যাপড্রাগন কি না।


Munni Khatun
munnisha05
305 Points

Popular Questions