Answered 3 years ago
স্নাতক উপাধি দুই ধরনের হয়ে থাকে
স্নাতক (সম্মান)
স্নাতক (সাধারণ - পাস কোর্স)
সম্মান (Honours) কথাটির দ্বারা সাধারণ (বা পাস কোর্সের) সাথে পার্থক্য নির্দেশ করে।
সাধারণ স্নাতক কোর্সে - বেশ কয়েকটি বিষয়ে প্রায় সমান সমান সিলেবাস থাকে।
সম্মানসহ স্নাতক কোর্সে - একটি প্রধান বিষয় থাকে। আর সেই বিষয়ের সিলেবাস হয় বেশ বিস্তৃত।
অবশ্য, বিভিন্ন ডিগ্রি এবং শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে সম্মান উপাধির বিভিন্ন অর্থ হতে পারে
mimiislam publisher