Answered 2 years ago
আপনি হয়তো আপনার বন্ধুমহল থেকে কখনও শুনেন নি যে আপনি অসুন্দর বা আপনার মা খারাপ। এগুলা একমাত্র স্ত্রী-ই আবিস্কার করতে পারে।
আপনার স্ত্রী আপনার চেয়ে কুৎসিত বন্ধুকে আপনার চেয়ে সুন্দর বলায় আপনি রাগ হলেন কারন সারাজীবন আপনি জেনে আসছেন আপনি আপনার অমুক বন্ধুর চেয়ে বেশি সুন্দর। কিন্তু এক্ষেত্রে নির্মম সত্য হলো আপনার চোখে কুৎসিত ঐ বন্ধুটি-ই আপনার চেয়ে বেশি সুন্দর।
কিন্তু কেন?
একটি ছেলে কেমন সুন্দর এটা খুব গভীর থেকে আরেকটি ছেলে উপলব্ধি করতে পারে না। কারন সৌন্দর্যের সাথে সেক্সুয়াল আকর্ষন জড়িত। আরেকটি ছেলে কেবল খোলস দেখে। যার ফলে আপনার যে ছেলে বন্ধুটি আপনাকে বলেছিল "তুই আমার চেয়ে সুন্দর।" তা মূল্যহীন। কেননা মেয়েদের চোখে আপনি কেমন সেটিই আপনার আসল সৌন্দর্য্যের মাপকাঠি।
বাস্তবে এমন অনেক কিছুই আছে যা আপনার ধারনার উল্টো। আপনি ভেঙ্গে পড়লের তারমানে আবুলও আমার চেয়ে সুন্দর৷ আমি এতোই নীচের লেভেলের৷ তখন নিজেকে নিজে বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে৷
একজন স্ত্রী যেমন মনে করে তার স্বামী তাকে সবচেয়ে সুন্দর বলুক৷ স্বামীও তা প্রত্যাশা করে৷
সমস্যা হলো মানুষ ছোটবেলা থেকেই নিজেকে পৃথিবীর কেন্দ্র মনে করে৷ এবং সবচেয়ে সুন্দর ভেবে আসছে।
অবশ্য বাইসেক্সুয়াল/উভকামী ছেলে এরকম সমস্যায় পড়বে না। যেহেতু বাইসেক্সুয়াল দুই দিক দিয়েই আকর্ষন অনুভব করে। ফলে তার চারটি চোখ রয়েছে। দুটি মেয়ের চোখ দিয়ে সে ছেলেদের অনুভব করে। আর দুটি ছেলের চোখ দিয়ে মেয়েদের অনুভব করে।
ফলে উভকামী ছেলে/মেয়ে আগে বাগেই ধরে ফেলবে যে ঐ ছেলেটি আমার চেয়ে অনেক হ্যান্ডসাম।
বিশ্বে কেউ গুরুত্বপূর্ন নয়। আপনি আমি না থাকলে বিশ্বের কিছু যাবে আসবে না।
বিঃদ্রঃ সুন্দর হলে ভাইব্রেশন বাড়বে। আয়ু বাড়বে না। সুখ বাড়বে না। দুখের কারন আছে। সুখের কারন নেই৷ সুখের কারন দুখের অনুপস্থিতি। সুখ স্বতঃস্ফূর্ত।
ক্লাস ফাইভে উঠতেই প্রতিটি বাচ্চাকে শিখানো দরকার "আমি সুন্দর না"তাহলে স্ত্রী/স্বামী অসুন্দর বললে কষ্ট পাবে না৷
ধন্যবাদ
popykhatun publisher