Answered 2 years ago
আমি বর্তমানে পুরুষদের Justice এর জন্য কাজ করি, Quora তে কথা বলি।
হ্যাঁ, মোহরানা দেওয়ার পর স্ত্রী যদি আপনাকে স্পর্শ করতে না দেয় বা একসাথে থাকতে না দেয়, এ অবস্থায় স্ত্রী যদি পরপুরুষের সাথে মিলামিশা করে, তখন ডিভোর্সের পর এই দেনমোহর ফেরত দেওয়া আবশ্যক, অন্যথায় এ টাকা ঐ স্ত্রীর পিতামাতার জন্য হারাম হবে।
সুতরাং মেয়েদের পিতামাতাকে হুঁ-শি-য়া-রি দিতে চাই যে, ন্যায্য কাজ করে জান্নাত চাইবেন? না কি অন্যায় করে জাহান্নামের টিকেট কিনতে চাইবেন?
আর একজন পুরুষ তার যতটুকু অর্থ দেয়ার ক্ষমতা রাখে, ঠিক এতটুকু অর্থে দেনমোহর দিতে হবে। এই সামর্থ্যের বাইরে বেশি টাকা ধার্য করা যাবে না।
Justice for males
পুরুষতন্ত্র জিন্দাবাদ ♂️
mimiislam publisher