Answered 2 years ago
দেখুন আপনার বন্ধুর সাথে আপনার স্ত্রীর সম্পর্ক কি রকম, সেটাকে খুব নিখুঁতভাবে বিবেচনা করতে হবে। না বুঝে না বিবেচনা করে সন্দেহ করতে যাবেন না। যদি বন্ধুর মত হয়ে থাকে তাহলে ভালো। তবে আপনার উল্লিখিত কথা অনুযায়ী বন্ধু হলে মেসেজ ডিলিট করবে কেন?? এখন সমাধানে আসি
আপনি হয়তোবা আপনার স্ত্রীর কাছের মানুষ হতে পারেননি অথবা আপনি কোন দিক দিয়ে পিছিয়ে আছেন আপনার বন্ধুর তুলনায়। তাই ভালোভাবে ভাবুন ভেবে যদি পান যে আপনার বন্ধু এবং আপনার স্ত্রীর মধ্যে অসঙ্গতি খুঁজে পান। তাহলে আপনার বউকে সরিয়ে আনুন কারণ শাসন আপনি শুধুমাত্র আপনার বউকে করতে পারবেন আপনার বন্ধুকে নয়। আমার মতে সবথেকে ভালো সমাধান পেতে চাইলে আপনি "লাইফ স্প্রিং" নামের এক সংস্থার ইউটিউব অথবা ফেসবুকে গিয়ে তাদের ডক্টরগুলোকে আপনার বিষয়টি খুলে বলুন। এতে যদি নাও হয় মনো বিশেষজ্ঞ "ইয়াহিয়া আমিন" স্যারের ফেসবুক অথবা ইউটিউবে গিয়ে যোগাযোগ করুন।। আশা করি উত্তম সমাধান পাবেন ইনশাআল্লাহ।।।। ।
Raha publisher