Answered 2 years ago
একটা মেয়ে তার প্রেমিক কে নিয়ে বিচারকের কাছে গেলো বিচার দিতে, তো বিচারক মেয়ের কাছে ঘটনা জানতে চাইলো, তখন মেয়ে বললো, যে তার বয়ফ্রেন্ড তাকে ভালোবাসার অভিনয় করে ও বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারিরীক সম্পর্ক করেছে পরে আর বিয়ে করতে চাচ্ছে না এখন সে তার বিচার চাই তখন জ্ঞানী বিচারক ১৳ টাকার একটা কয়েন মেয়ের কাছে দিয়ে বললো যে এই ১৳ টাকা তোমাদের দুইজনের মধ্যে যে আমার কাছে ফিরিয়ে আগে ফিরিয়ে এনে দিতে পারবে সে নির্দোষ প্রমানিত হবে। পরের দিন কথা মত মেয়ে বিচারকের কাছে এক টাকা ফিরিয়ে দিলো তখন বিচারক বললো তুমি টাকাটা ফিরিয়ে আনলে কিভাবে? তোমার বয়ফ্রেন্ড তোমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য ভালোবাসা, বিয়ে, খুন, করার হুমকি দেয়নি? তখন মেয়ে বললো হ্যা দিছে কিন্তু তাও আমি দেয়নি, তখন বিচারক বললো তুমি চাইলে তোমার ইজ্জত টাও টাকা টার মত সুরক্ষিত রাখতে পারতে কিন্তু তুমি তা করো নি সুতারাং ছেলেটি নির্দোষ, কারন পৃথিবীর শুরু থেকে ছেলেমানুষের স্বভাব নারীর প্রতি অত্যধিক আকর্ষন তারা সময় সুযোগ খোজে আর মেয়েদের বলা হয়েছে পর্দা করতে বিয়ের আগে স্বামীর আমানত রক্ষা করতে কিন্তু আজকাল মেয়েরা প্রেমিকের মিষ্টি কথায় দেহ দান করতে আগে পিছে ভাবে না। সে তোমার যতই কলিজা হোক স্বামী তো না তাই না? তাহলে কেনো বিয়ের আগে দিতে হবে? বিয়ে পরে কি এসব করা যায় না নাকি ফুরিয়ে যায়?
tanvirahmed publisher