স্ট্রিং তত্ত্বের ব্যাপারে অল্প কথায় বুঝিয়ে দেবেন কি? ম্যাথেমেটিক্যাল ফিজিক্সের অশোক সেন স্ট্রিং তত্ত্বের বিষয়ে কি অবদান রেখেছেন?

1 Answers   3.2 K

Answered 2 years ago

এটা একটু অন্যায় আবদার হয়ে গেল; প্রশ্নকারী অল্প কথায় স্ট্রিং তত্ত্ব বুঝতে চান আবার অশোক সেনের স্ট্রিং তত্ত্বে অবদান কী তাও বুঝতে চান, মানে "বুঝতে" চান বলেই ধরে নিচ্ছি কারণ অশোক সেনের অবদান কী সেটা এখানে এসে "জানতে" চাওয়ার কোনো অর্থ আমি দেখছি না । এটা ভদ্রলোকের ওয়েবপেজ থেকে অনায়াসে জেনে নেওয়া যায়—

    Welcome to my web page. My name is Ashoke Sen and I work at the International Center for Theoretical Sciences

in Bangalore.

My area of research is string theory
—a theory that tries to give a unified description of all matter and the forces between them based on the postulate that the elementary constituents of matter are tiny one-dimensional (string-like) objects instead of point particles. My specific research interests include S-duality
, tachyon condensation
, black hole entropy

    and superstring perturbation theory.

সূত্র: Ashoke Sen's Home Page

আপনার দুটো প্রশ্নেরই উত্তর ভদ্রলোক নিজেই দিয়ে রেখেছেন ! এবারে আপনি যদি বুঝতে চান S-duality, tachyon condensation, black hole entropy, superstring perturbation theory এই বিষয়গুলো কী বা এতে অশোক সেনের অবদানের ব্যাখ্যা কী তবে তো মুশকিল ! "অল্প কথায়" স্ট্রিং থিওরি থেকে এক লাফে এগুলো বুঝিয়ে দেওয়া সম্ভব নয় । অশোক সেনের অধীনে পিএইচডির ছাত্র হলেও তা আমি পারতাম না (যদিও সেক্ষেত্রে আমি আপনাকে হয়তো ধাপে-ধাপে বুঝিয়ে দিতে পারতাম এবং অনেকগুলো ধাপ পার করতে হত) ।

এই প্রশ্নের উত্তরে আমার এমন কিছু বলার নেই যা গুগল করে জানা যেতে পারেনা । আর গুগলের উত্তর এখানে বাংলায় অনুবাদ করে কোনো নতুন জ্ঞান যোগ হবে না ।

Abbas
abbas
320 Points

Popular Questions