Answered 2 years ago
নোবেল শর্ত রেখেছিলেন আবিষ্কারটি বাস্তবে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কৃষ্ণ গহ্বর বা ব্র্যাক হোল থেকে যে হকিং বিকিরণ বের হয়ে আসছে কিনা তার প্রমাণ ও পরিমাণ নির্ণয় করার মতোন কারিগরি বিদ্যা এখনও মানুষের করায়ত্ব নয়। একটা সম্ভাবনা ছিল সার্নে লার্জ হ্যাড্রন কোলাইডার র পরীক্ষায়, সেখানেও আশাপ্রদ কিছুই পাওয়া যায় নি। প্রসঙ্গত উল্লেখযোগ্য ব্যাপার হলো যে Theory of Relativity ও Theory of General Relativity র জন্য কিংবদন্তি বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন কিন্তু নোবেল পুরষ্কার পেয়েছিলেন তার photoelectric emission গবেষণার জন্য এবং Robert Millikan র পরীক্ষায় উত্তীর্ণ হবার পরে।
Himel Ahmed publisher