Answered 2 years ago
একটি Stock ( স্টক ) বা Share ( শেয়ার ) বা কোম্পানির Equity হলো একটি financial instrument বা আর্থিক document যা কোনও “সংস্থা বা company” র মালিকানা এবং তার সম্পত্তির (asset) এবং Income ( বা লাভ ) এর প্রতিনিধিত্ব করে ও তার আনুপাতিক দাবি উপস্থাপন করে।
উদাহরণস্বরূপ, কোনো কোম্পানির যদি ১,০০,০০০ শেয়ার থাকে ও তার মধ্যে যদি আপনার কাছে ১,০০০ টি শেয়ার থাকে তার মানে আপনি কোম্পানির ১% মালিক ।
তারমানে আপনি একটি মূল্য খরচ করে ঐ ১০০০ টি শেয়ার কিনেছেন।
------
আরেকটি উদাহরণ:-
উদাহরণস্বরূপ ধরুন ৫০০০/-টাকা দিয়ে শেয়ার কিনলেন, ৫০ টা শেয়ার ১০০/-টাকা প্রতি ইয়ুনিট।
এখন প্রতি ইয়ুনিটের দাম বাড়লো ১০০/-টাকা থেকে ২০০/-টাকায় গিয়ে দাড়ালো।
অতএব,
৫০*২০০=১০,০০০।
এখন আপনি আপনার কাছে থাকা শেয়ার বিক্রি করতে পারেন, ৫০০০ টাকা লাভ পাবেন।
শেয়ার এর দাম পরিবর্তনশীল।
শেয়ারবাজারে টাকা বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ।
লং টার্ম ইনভেস্টমেন্টে লাভ চোখে দেখতে পারবেন।
bipolraj publisher