সৌদি আরবে কোন পুরানো হিন্দু মন্দির পাওয়া যায়?

1 Answers   7.2 K

Answered 2 years ago

আসলেই পাওয়া যায় কিনা আমার জানা নাই। তবে পৌত্তলিক মন্দির পেলে আশ্চর্য হওয়ার কিছু নাই।

ইসলাম আবির্ভাবের পূর্বে আরবরা এক আল্লাহর ইবাদত ছেড়ে বিভিন্ন দেবদেবীর মূর্তির পূজা করতো। এমনকি তারা পবিত্র কাবা শরিফেও ৩৬০ টি মূর্তি রেখেছিল।

যেহেতু আর্যরা মধ্যপ্রাচ্য হয়েই ভারতে আগমন করেছিল তাই আরবের পৌত্তলিকদের সাথে ভারতের হিন্দুদের ঐতিহাসিক যোগসূত্র থাকলেও থাকতে পারে।

Seeam Khan
seeamkhan
517 Points

Popular Questions