সৌদি আরবের ক্রাউন প্রিন্স, বাদশা এবং বেশিরভাগ আরববাসীই দাড়ি রাখে না কিন্তু বাংলাদেশে মুসলিমদের মধ্যে দাড়ি রাখা নিয়ে এত উন্মাদনা কেন?

1 Answers   12.4 K

Answered 2 years ago

আপনার প্রশ্নে দুটো বিষয় আছে-

    সৌদি আরবের ক্রাউন প্রিন্স, বাদশা এবং বেশিরভাগ আরববাসীই দাড়ি রাখে না
    কিন্তু বাংলাদেশে মুসলিমদের মধ্যে দাড়ি রাখা নিয়ে এত উন্মাদনা কেন?

এটি একটি অযৌক্তিক প্রশ্ন। কেউ দাঁড়ি না রাখলেই অন্যরা যে দাঁড়ি রাখতে পারবেন না এমন কোনো বিধি নেই। তাছাড়া আরব শাসকরাও কোনো ওলি-আউলিয়া নন যে ওনাদের সাধারণ মুসলমানদের অনুসরণ করতে হবে।

প্রশ্নকর্তা প্রশ্নের দ্বিতীয় অংশে জানতে চেয়েছেন, বাংলাদেশের মুসলিমদের মধ্যে দাঁড়ি রাখা নিয়ে এত উন্মাদনা কেন। আমার মতে, এটি একটি ভুল-ধারণা বা ভুল-তথ্যসম্বললিত প্রশ্ন। প্রশ্নোল্লেখিত দাবির পক্ষে কোনো গবেষণা বা জরিপ থাকলে সেটা উপস্থাপন করার করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি জন্মগতভাবে একজন বাংলাদেশী মুসলমান। সেই আলোকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরছি-

    আমার মধ্যে দাড়ি রাখা নিয়ে কোনো উন্মাদনা নেই।
    আমার ভাইয়াও একজন বাংলাদেশী মুসলমান, তার মধ্যেও দাড়ি রাখা নিয়ে কোনো উন্মাদনা নেই।
    আমার প্রতিবেশীরাও বাংলাদেশের নাগরিক এবং বেশিরভাগ মুসলমান, তাদের মধ্যেও দাঁড়ি নিয়ে কোনো উন্মাদনা দেখিনি।
    আমার বন্ধুদের সবাই বাংলাদেশী এবং অধিকাংশই মুসলমান। তাদের মধ্যেও দাঁড়ি নিয়ে কোনো উন্মাদনা দেখিনি।

সুতরাং আমার মধ্যে এই ধারণা বদ্ধমূল আছে যে, বাংলাদেশের মুসলমানদের মধ্যে দাঁড়ি নিয়ে কোনো উন্মাদনা নেই। কিন্তু প্রশ্নকর্তার যদি এ বিষয়ে ভিন্ন মত থাকে সেটা যথাযথ তথ্যপ্রমাণ সহকারে উপস্থাপন করুন, যৌক্তিক হলে আপনার দাবি মেনে নিব।

Neha Khatun
Neha Khatun
559 Points

Popular Questions