'সোলার স্ট্রীট লাইট' কী এবং কেন এটি প্রচলিত লাইটিং সিস্টেমের চেয়ে আলাদা? 1 view

1 Answers   13.4 K

Answered 3 years ago

সোলার স্ট্রীট লাইট বলতে সাধারণত সোলার পাওয়ার চালিত স্ট্রীট লাইট বুঝায় যা কোনো রাস্তা বা চলার পথে আলো প্রদানের জন্য ব্যবহৃত হয়ে থাকে। রাস্তার আলোক উৎসের ট্রাডিশনাল লাইটের চেয়ে এটি উন্নত পদ্ধতির এবং সময়োপযোগী লাইটিং সিস্টেম। কারণঃ

১) এটি আমাদের প্রয়োজনমত পুরোটা সময় একটানা আলো উৎস হিসেবে ব্যবহারের নিশ্চয়তা দিয়ে থাকে। লোডশেডিংয়ের কোনো সম্ভাবনা থাকেনা।

২) এটি আলাদা করে অন-অফ করার প্রয়োজন পড়েনা।

৩) সোলার স্ট্রীট লাইটের মেইনটেন্যান্স খরচ তূলনামূলকভাবে অনেক কম।

৪) লাইট ওভারহিটিং হওয়া বা ক্যাবলে হীট হওয়ার সম্ভাবনাও অনেক কম থাকে। ক্যাবল এবং অন্যান্য যন্ত্রাংশ সিস্টেমের বাইরে ছড়ানো থাকেনা বলে যেকোনো ধরণের ঝুঁকি অনেক কম থাকে।

৫) যেকোনো জায়গায় প্রয়োজনমত স্থাপন করা যায়।

৬) সোলার স্ট্রীট লাইট পরিবেশ বান্ধব একটি সিস্টেম যা পরিবেশে কোনো কার্বন ফুটপ্রিন্ট তৈরি করেনা।


Islam Uddin
Islamuddin
304 Points

Popular Questions