Answered 2 years ago
লক্ষনীয়ঃ- থ্রেড বা সুতার টান বা পজিশন ঠিক হলে সেলাই উপড়-নিচ দুদিক থেকেই দেখতে সুন্দর দেখাবে। সুতো একই বল প্রয়োগে হাত দিয়ে টানলে সমান গতিতে রিলিজ হবে, থেমে থেমে আটকাবে না। তবুও ববিন কেইস থেকে সুতো আটকে আটকে বের হলে নিচের ছবিতে চিহ্নিত ববিন কেইসের পাত্তিটা অথবা প্রয়োজন বোধে ববিন কেইস পরিবর্তন করা যেতে পারে।
দুটি বড় সমস্যা ও এর প্রতিকারঃ-
সব সুইং মেশিন ই একটা কমন থিওরি মেনে চলে, সেটা হলো সূচ আর সুতার গিট্টু দেয়া বা প্যাঁচ লাগানো। উপর থেকে সূচ সুতা সহ কাপড় ভেদ করে নিচে চলে যায়, একই মুহুর্তে নিচে থেকে একটি লুপার/হুক/সেডেল উপর থেকে আসা সুতাটার ভিতরে ঢুকে নিচের সুতার সাথে প্যাঁচ লাগিয়ে দেয়। মেশিনের কাজ করার এ প্রক্রিয়া কে মেশিন টাইমিং বলা হয়। যা অনেকটাই নিচের চিত্রের মত,,,,
বুঝতেই পারছেন সূচ আর সুতার গিট্টু দেয়া বা প্যাঁচ লাগানোর এ গুরুত্বপূর্ণ কাজটি সেডেল বা হুকই করে থাকে।
অনেক সময় দীর্ঘদিন ব্যবহারের কারনে অথবা কোন কারনে কাজ করার সময় নিডেল ভেঙে যাওয়ায়, ভাঙা নিডেলের আঘাতে মেশিনের সেডেল বা হুকটি ধারালো হয়ে যায়। যেহেতু প্রতিটি সার্কেলেই সুতো হুকের সংস্পর্শে আসে, তখন হুকের ধারালো অংশের সাথে লেগে বার বার সুতো কেটে যায়।
নিডেল এবং হুকের টাইমিং ঠিকমত এডজাস্ট না থাকার কারনে ও সুতো কাটতে পারে।
এ দুটো ক্ষেত্রে প্রতিকারের জন্য আপনাকে একজন দক্ষ সুইং মেশিন মেকানিকের শরণাপন্ন হতেই হবে, যদি আপনি নিজেই একজন দক্ষ সুইং মেশিন মেকানিক না হয়ে থাকেন।
এ লিখাটিতে আমি বেশকিছু ইংরেজি শব্দ ব্যবহার করেছি এজন্য যে, শব্দগুলো বাংলা থেকে ইংরেজিতেই সহজবোধ্য বা বেশি প্রচলিত। আমি আমার অভিজ্ঞতার আলোকে লিখতে চেষ্টা করেছি, ভুল কিছু বলে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
abirahmed publisher