Answered 2 years ago
সে তো নাক বন্ধ করে থাকলেই বাঁচা যায়, তবে সেটা স্থায়ী সমাধান হতে পারে না। একজন ভাল মিস্তিরিকে ডেকে সমস্যাটা বলুন। দেখুন সেপটিক ট্যাঙ্কে কোনও ফাটল আছে কি না, যা দুর্গন্ধের উৎস। গ্যাস বেরনোর পাইপের মুখ সাধারণত একটু উঁচুতে হয়ে থাকে। আপনাদের বাড়িতে তেমন আছে কি না সেটাও দেখে নিন। তবে সবচেয়ে আগে দেখুন ট্যাঙ্ক ময়লা দিয়ে ভরে গেছে কিনা। সেক্ষেত্রে লোক ডেকে পরিষ্কার করান। আশা করি সমস্যা সমাধান এভাবেই হবে।
riyazulislam publisher