সেনাবাহিনীর ভাইবাতে যখন জিজ্ঞাসা করা হয় আপনি কেন এই পেশাটাকে পছন্দ করেন? তখন উত্তরে কী বলা উচিত?

1 Answers   14.2 K

Answered 2 years ago

উত্তরে বলা উচিত আমি দেশকে ভালবাসি,আমার দেশ আমার মা।দেশের সার্বভৌমত্য রক্ষায় নিজেকে সমর্পন করতে চাই।আর এজন্যই আমি সেনাবাহিনী পেশাটাকে বেছে নিয়েছি।

আর এই উত্তর টাই একজন দেশপ্রেমিক সেনা অফিসারের হওয়া উচিত।কিন্তু দুর্ভাগ্যবশত আপনি এই উত্তরটি দিলে নির্ঘাত মিথ্যে কথা বলা হবে কারন আপনি দেশকে ভালবেসে সেনাবাহিনীর চাকরী নিলে কাউকে জিগ্যেস করতে হত না আপনি কেন এই চাকরী নিচ্ছেন।আপনার মন থেকেই আপনি অটোমেটিক উত্তর পেয়ে যেতেন।

যাই হোক আপনার মনের কথা আমাদের জানার কথা নয় তবে যা সত্য তাই বলে দিন।আর্থিক অবস্থা পরিবর্তনি অধিকাংশ কারন হয়ে থাকে।ভাল থাকবেন।

Lion Ahmed
lionahmed098
140 Points

Popular Questions