Answered 2 years ago
বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি পদের জন্য চাকরীর একটি নির্দিষ্ট বয়সসীমা আছে। একজন মেজর ৪৮ বছর বয়স পর্যন্ত মেজর হিসাবে কর্মরত থাকতে পারেন। এর মধ্যে পদোন্নতি না হলে অবসর গ্রহণ করতে হয়। অনেকে বয়স ৪৮ হওয়ার আগেই অবসর নেন। এটা হয় তখন, যখন পদোন্নতির সময় ডিপার্টমেন্টাল কিছু নিয়ম-কানুনের কারণে তার পরবর্তি ধাপে পদোন্নতির সুযোগ বন্ধ হয়ে যায়। মেজর পদের বয়স সীমা পর্যন্ত অপেক্ষা না করে তখন তিনি মেজর পদের বয়সের সীমায় পৌছানোর আগেই অবসর নেন। সেনাবাহিনীতে যিনি যত পদোন্নতি পেতে থাকেন তার চাকরীর বয়সসীমা তত বাড়তে থাকে। অবশেষে এটা সরকারী চাকুরীতে কর্মরত থাকার বয়স সীমা পর্যন্ত এসে শেষ হয়। আমাদের সেনাবাহিনী আমাদের অহংকার। সেজন্য সকলের কৌতুহলও অনেক বেশী। আপনি বা আপনার পরিবারের কোন সদস্য যেন এই বাহিনীর একজন গর্বিত সদস্য হতে পারেন সেই শুভ কামনা রইল। ধন্যবাদ।
jotikhatun publisher