Answered 2 years ago
আর্মিতে নিয়োগ মূলত দুইভাবে হয়। লং কোর্স যাতে ইন্টার পাশের পরে যোগদান করা যায় এবং শর্ট বা স্পেশাল সার্ভিস কোর যাতে গ্র্যাজুয়েশন শেষ করে জয়েন করা যায়। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে আপনি শর্ট কোর্সে সিগন্যালস, ইএমই বা ইঞ্জিনিয়ার্স ( সিভিল ইইঞ্জিনিয়ারদের) কোরে জয়েন করতে পারবেন।
বিশেষ সুবিধা বর্তমানে সরকারের সব বড় প্রজেক্ট এ সেনাবাহিনী সম্পৃক্ত থাকে। এ ধরনের প্রকল্পে যুক্ত থাকার ফলে প্রফেশনে ভিন্ন মাত্রা আসে।
Rocky Khan publisher