সৃষ্টিকর্তা যদি এই মূহুর্তে আপনার মনের একটি ইচ্ছে পূরণ করতে চান, তাহলে আপনি কী চাইবেন?

1 Answers   4.9 K

Answered 2 years ago

এমন একটি আইন যাতে করে কেউ কারো ধর্মের উপর আঘাত করতে পারবেনা। কেউ যদি করে তাহলে ফাঁসি। সে যে হোক রাজনৈতিক ফায়দা হাসিলকারি হোক, কথিত ধর্মীয় অন্ধ ব্যক্তি হোক যে কেউ এই শাস্তি ভোগ করবে। যৌতুক নামে ভিক্ষা যে নিবে তাকে জাতীয় ভিক্ষুক ঘোষণা করা এবং তাকে বউয়ের কেনা গোলাম বলে ঘোষণা করা। কেউ যদি নির্যাতন করে নিরপরাধ কাউকে তাহলে তাকে সহ তার পরিবারকে জেল এবং সম্পত্তি বাজেয়াত্ত করে যাকে নির্যাতন করছে তাকে দিয়ে দেয়া। এরকম আরও অনেক আইন করতে চাইতাম।

Asban Khan
asbankhan
357 Points

Popular Questions