Answered 2 years ago
এই মুভির ট্রেইলার দেখার পর অপেক্ষায় ছিলাম মুভিটি দেখব। কিন্তু নানা ব্যস্ততায় এবং সময়ের অভাবে দেখতে পারিনি।
মাত্র কয়েক দিন আগেই মুভিটি দেখলাম। তাই এই প্রশ্নের উত্তর দিচ্ছি -
আর্ট এবং আর্টিস্ট
শিল্পী এক মাত্র শিপ্লের গুরুত্ব বোঝে। যার মধ্যে শিপ্লী এবং শিল্প স্বত্তা বিদ্যমান সে জানে এর গুরুত্ব। তার কর্মের দ্বারা সে মানুষকে বোঝাতে চায় আসলে সে কি। কিন্তু সবাই কি শিল্প বোঝে? শিল্পীর গুরুত্ব কতটুকুই বা আছে আমাদের মাঝে এখন।
ভিঞ্চি দা - আর্ট অফ রিভেঞ্জ নয়ত রিভেঞ্জ অফ আর্ট
মুভির শুরুতে দেখা যায় একজন মেকাপ আর্টিস্ট কে। যার কাজ অভিনেতা অভিনেত্রীদের সাজিয়ে তোলা। যাকে সবাই দেখতে পায় না কিন্তু অভিনেতা অভিনেত্রীদের সাজানোর কারিগর সে। তার সন্তানও একই ভাবে মেকাপ করতে করতে বড় হয়েছে।
তবে সে সবার চেয়ে আলাদা। তার কাজ নিয়ে সে গর্ব করে। করবেই বা না কেন? তার কাজ যে কাউকে অবাক করবে। এতটাই নিখুত। এর কারণ হচ্ছে সে মেকাপ নিয়ে অনেক বেশি পড়াশুনা করেছে। এটা একটা শিল্প সেটা সে বুঝত। শুধু বুঝত না তার আশে পাশের লোকজন।
অপর দিকে নিজের বাবাকে খুন করে পুলিশ কে ফোন করে নিজেই ধরা দেয় এক ছেলে। সাজা হয়। জেল থেকে ছাড়া পেয়ে নিজের জীবন চালাতে থাকে। উকিল না হয়েও কোর্ট পাড়ায় ঘুরতে থাকে। যদিও তার ইচ্ছে থাকা সত্ত্বেও উকিল হতে পারেনি।
সেই দুর্নীতি ও আইনের তোয়াক্কা না করা লোকদের বিরুদ্ধে রুখে দাড়াবার শপথ নেয়। কিন্তু সেখান থেকে শুরু হয় নতুন খেলা।
সেই মেকাপ আর্টিস্ট ও এই যুবকে কে এক জায়গাতে নিয়ে এসেছে। তারপর কি হলো?
পর্যালোচনা ও আমার মতামত
আমি আর্ট ফিল্ম বা এই ধরনের থ্রিলারের অনেক বড় ভক্ত। কলকাতা যে কনন্টেট ফিল্মের প্রতি ঝুকেছে এই বিষয়টি ভাল লেগেছে। তাদের এখন বেশির ভাগ ফিল্ম এই ধারার।
মুভির শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ একটি সাসপেন্স ছিল। সৃজিত এখানে সম্ভবত ছাড় দিতে চাননি। তবে মাঝে কিছুটা কাহিনী পরে গিয়ে ছিল। তবে সেটা চোখে পরার মত নয়।
এক সাইকোর চরিত্রে ঋত্ত্বিক এখানে বলা যায় নিজেকে ছাড়িয়ে গিয়েছেন। আর রুদ্র। তার অভিনয়ের অনেক বড় ফ্যান আমি। সেই তিন ইয়ারির কথা থেকে এখন পর্যন্ত তার মুভি মিস করিনি। চেষ্টা করেছি সব মুভি দেখার।
বাকি সবাই যার যার জায়গাতে দারুণ অভিনয় করেছে।
এছাড়া এই মুভির কনসেপ্ট ও ডায়লগ গুলো অসাধারণ হয়েছে। বিশেষ ভাবে রুদ্র যখন মেকাপ নিয়ে কথা বলেছে। তার জ্ঞান ও কাজের প্রতি যে ডেডিকেশন বিশেষ ভাবে তুলে ধরা হয়েছে।
সর্বোপরি মুভিটি দেখতেই হবে।
rabbyhasan69 publisher