Answered 2 years ago
তিনটে ছবির মাধ্যমে ব্যাখ্যা করবো।
১. সকাল বেলা মর্নিং ওয়াকে বেরিয়ে রাজু ভাস্কর্যের সামনে দেখলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য শোভা পাচ্ছে। পুরো দেহাবয়ব বইয়ের পাতায় নির্মিত। মুখে স্কচটেপ আঁটা, হাতে পেরেকবিদ্ধ গীতাঞ্জলি। পরে পত্রিকা মারফত জানতে পারলাম, এটি ছাত্র ইউনিয়নের ছেলেরা দেশের বিরাজমান বাকস্বাধীনতার পরিস্থিতি তুলে ধরতে এটি স্থাপন করেছে।
২. কিছু সময় পরে শুনলাম, রবীন্দ্রনাথকে খুঁজে পাওয়া যাচ্ছে না! আমি ভাবলাম, এটা হয়তো স্থাপনকারীদেরই পরিকল্পনার অংশ। কারণ, কিছু সত্য বলতে গেলে গুম হতে হয়, এটা বোঝানোর জন্য তারা রবীন্দ্রনাথকে সরিয়ে ফেলেছে। ( কিন্তু পরে জানলাম, এটা নাকি ছাত্রলীগ বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তুলে নিয়ে গেছে)। তবে ঘটনা যা ই হোক, এটাও কিন্তু বাস্তবতার সাথে খুব মিলে গেলো।
আসলেও রাষ্টের সমালোচনাকারী অনেককেই আইনশৃংখলা বাহিনি তুলে নিয়ে যায়।
৩. আজকে তার বিচ্ছিন্ন মাথা পাওয়া গেলোসোহরাওয়ার্দী উদ্যানের এক কোনায়! মানে কাকতালীয় হোক আর পরিকল্পিত হোক, এরকম বুদ্ধিদীপ্ত এবং প্রাসঙ্গিক প্রদর্শনী সাম্প্রতিক সময়ে খুব একটা দেখা যায়নি।
triptykhan publisher