সূর্য যদি সবদিকে আলো থাকে তাহলে পৃথিবী রাত হয় কেন?

1 Answers   3 K

Answered 2 years ago

এই দেখুন ছবিটিতে, সূর্যের আলো সবদিকে থাকলেও, যেহেতু পৃথিবী গোলাকার, তাই পৃথিবীর সূর্যের দিকে থাকা জায়গাটি পৃথিবীর অন্য দিকে মুখ করে থাকা জায়গাটিতে আলো যেতে দেয় না। অথবা আলো সেখানে পৌঁছাতে পারে না। আর তার জন্যই পৃথিবীতে যদি একদিকে দিন হয়, তবে আরেকদিকে রাত হয়।

এই ছবিটিতে লক্ষ্য করুন, এটি চন্দ্রগ্রহণের ছবি। এই ছবিটিতে দেওয়া আছে যে সূর্যের আলো পৃথিবীর এক দিকে দিন করে রেখেছে, তো আরেকদিকে রাত। আর যেহেতু পৃথিবী চাঁদ কে ঢেকে রেখেছে সূর্যের আলো থেকে, তাই চাঁদে আলো যেতে পারে না, এবং চন্দ্রগ্রহণ হয়।

কোনো প্রশ্ন অবশ্যই বলবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব।


Rahat Ahmed
rahatahmed
419 Points

Popular Questions