সূর্য যদি পৃথিবীর থেকে ১৩ লক্ষ গুণ বড় হয়, তাহলে সূর্য বাকি তাপগুলো কোথায় পড়ে?

1 Answers   13.3 K

Answered 2 years ago

আমরা সাধারনত ছবিতে যেমন দেখি, সৌরজগত আসলে তেমন নয়। আগে শুধুমাত্র আঁকা ছবি দেখা যেতো, এখন কম্পিউটার গ্রাফিক্স আছে। সেজন্য আরো সঠিক ছবি বানানো যায়। এই ছবিটি তেমনই একটি গ্রাফিক্স। এটা পুরোপুরি নিখুত না হলেও, অনেকটা সঠিক ছবি।

ছবিতে সূর্যের খুব ক্ষুদ্র একটি অংশ দেখা যাচ্ছে। সুর্য এত বড় যে, সকল গ্রহ একসাথে মেলালেও সেটা সুর্যের মাত্র ১% ও হবে না। সুর্য এত বিশাল হবার কারনেই এই ছবিতে যায়গা হয় নি। শুধুমাত্র সুর্যের কোনা দেখা যাচ্ছে।

এই ছবিতে আলোটা বেশ সঠিকভাবে হয়েছে। লক্ষ্য করুন, দ্বিতীয় কক্ষপথে (orbit) শুক্র গ্রহ, তৃতীয় কক্ষপথে (orbit) পৃথিবী, চতুর্থ কক্ষপথে মঙ্গল গ্রহ। এর পরের গ্রহগুলো অনেক দূরে হবার কারণে, সেখানে আলো ও তাপ ভালোভাবে পৌঁছেনি।

দ্বিতীয় অবস্থানের শুক্র গ্রহের তাপমাত্রা ৪০০ ডিগ্রী। মনে রাখবেন ফুটন্ত পানির তাপমাত্র ১০০ ডিগ্রী। ওদিকে চতুর্থ অবস্থানের মঙ্গল গ্রহে ঠিকমতো তাপ পৌঁছে না। মঙ্গল গ্রহর তাপমাত্রা হিমাংকের নীচে। একেবারে বরফের মতন ঠান্ডা। পানি নেই বলেই বরফ জমে না।

সূর্যের তাপ পৃথিবীতে আসে, বাকি তাপ অন্য জায়গায় যায়। বিষয়টা তেমন নয়। বিষয়টা হলো এমন - সূর্য একটি অনেক বড় আগুনের গোলা। যে গ্রহগুলো কাছে আছে, তারা বেশি তাপ পায়।

Md. Nahid Hasan
mdhasan
276 Points

Popular Questions