Answered 2 years ago
সূর্য পৃথিবী থেকে ১৩ লক্ষ গুন বড়। তাই বলা যায় প্রায় ১৩ লক্ষ পৃথিবী একটা সূর্যের মধ্যে এটে যাবে
মিল্কিওয়ে গ্যালাক্সির সব থেকে বড় নক্ষত্রের নাম হচ্ছে “UY Scuty”। যা সূর্য থেকে ১৭০০ গুন বড। অর্থাৎ প্রায় ১৭০০ টা সূর্য এবং প্রায় ২২১ কোটি পৃথিবী একটা নক্ষেত্রের মধ্যে সহজেই এটে যাবে।সেখানে আপনার না আমার অবস্থান কোথায়?
নিজেকে খুব ছোট মনে হচ্ছে?আসলে আপনি এত ছোট না আপনি এর থেকেও অনেক বড়।কত বড়?এই UY Scuty সহ প্রায় ২৫০ বিলিওন নক্ষত্র আছে।কিন্তু আপনার দেহের মাত্র ১ টা কোষেই পরমাণু আছে প্রায় ১ ট্রিলিওন।যা মিল্কিওয়ে গ্যালাক্সির সকল নক্ষত্র হতে ১০০গুন বেশি।
Rubayat publisher