Answered 2 years ago
এটা একেবারে হাই স্কুলের বইতে লেখা আছে। এমনকি প্রাইমারী স্কুলের বইতেও খুঁজে পাওয়া যেতে পারে। তবুও অনেকে মনে রাখতে পারে না। যারা মনে রাখে, তাদের অনেকে বিষয়টা অনুধাবন করতে পারে না।
সুর্য পৃথিবীর চেয়ে ১৩ লক্ষ গুন বড়
সবাই যখন ওই লেখাটা পড়ে, ১৩ লক্ষ গুন বড়, তখন বোঝে অনেক বড়। কিন্তু আসলে সেটা কত বড়, সেটা অনুধাবন করতে পারে না। এমন অনুধাবন করার সবচেয়ে সহজ উপায় হলো - তুলনা করা।
ঢাকা মেডিকেল কলেজের এলাকা ২৫ একর। বাংলাদেশের আয়তন ১ লক্ষ ৪৭ হাজার বর্গকিলোমিটার। ঢাকা মেডিকেল কলেজের তুলনায়, পুরো বাংলাদেশ যতটা বড়, পৃথিবীর তুলনায় সুর্য প্রায় ততটা বড়।
বিষয়টা আরো সহজ করার জন্য ওই ছবিটি দিয়েছি। ছবিতে সৌরজগতের বিভিন্ন গ্রহ দেখা যাচ্ছে। ডান পাশে সুর্যের একটি অংশ দেখা যাচ্ছে। তীর চিহ্ন দিয়ে পৃথিবী দেখানো হয়েছে। এই ছবি দেখেই বোঝা যাচ্ছে, পৃথিবীর তুলনায় সুর্য কত বড় !!
Liza Akther publisher