সূর্যের আলো অনেক বেশি হলেও, পৃথিবী ও সূর্যের মাঝে মহাকাশে অন্ধকার কেন?

1 Answers   4.7 K

Answered 2 years ago

মহাকাশে লক্ষকোটি তারা আছে কিন্তু তাও মহাকাশ অন্ধকার এর একটা কারণ পৃথিবীর আকাশে অনেক গ্যাস বা ডাস্ট পার্টিকেল থেকে যা আলোর সাথে ধাক্কা লেগে আমাদের কাছে উজ্জ্বল হয়ে ওঠে কিন্তু মশাকাসে অনেক দূর পর্যন্ত জায়গাতে কোনো ডাস্ট পার্টিকেল নেই। আরেকটা কারণ হলো মহাকাশে তারা বা গ্যালাক্সি এত দূরে অবস্থিত যাদের অনেকের আলো এখনও প্রথিবিতে আসতে পারেনি। কেনো আসতে পারলনা এর কারণ আলোকবর্ষ।


Riyazul Islam
riyazul.islam
332 Points

Popular Questions